আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পূর্বাঞ্চলে শনিবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, উৎপত্তিস্থলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শক্তিশালী ভূমিকম্পে জাপান কেঁপে উঠলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। রাজধানী টোকিও থেকে ৩৫০ কিলোমিটার দূরে হংশু দ্বীপে ভূপৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। চারটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে জাপান অবস্থিত। যে কারণে প্রতিবছর অসংখ্য ভূকম্পন হয় দেশটিতে। তবে ভবন নির্মাণে কড়াকড়ি আইন জারি থাকা ও তা কঠিকভাবে বাস্তবায়ন করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। এপ্রিল মাসে কুমামোতো প্রিফেকচারে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প হয়। এরপর পরাঘাত (আফটার শক) হয় দেড় হাজারের বেশি বার। ওই ঘটনায় অর্ধশতাধিক মানুষ মারা যায়।
জাপানে ৬.২ মাত্রায় ভূমিকম্প
November 12, 2016