জাপানে চিকিৎসকদের নতুন সংগঠন

একাত্তরলাইভডেস্ক: জাপানে অবস্থানরত চিকিৎসক, ডেন্টিস্ট ও ফার্মাসিস্টদের  সমন্বয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হেলথ প্রফেশনালস ইন জাপান (এবিএইচপিজে) নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. শাহরিয়ার মো. সামস (সামি) জানান, গত ১০ অক্টোবর সংগঠনটি আত্মপ্রকাশ করে। তবে জাপানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে বিষয়টি জানানো হয় গতকাল।তিনি জানান, একটি প্রতিনিধিদল রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের বিষয়ে জানান এবং দূতাবাসে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেন।একই সঙ্গে স্বাস্থ্যখাত সম্পর্কিত বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো গঠনমূলক ও গবেষণালব্ধ উন্নয়ন কাজে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।সংগঠনের সাধারণ সদস্য সংখ্যা ৫০। এর মধ্যে থেকে পাঁচ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।