নিজস্ব প্রতিবেদক
আগামী জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানো হবে বলেন জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানোর সম্ভাবনা খুবই বেশি। ডিসেম্বরে কমাতে চেয়েছিলাম, ডিসেম্বরে পারছি না সুতরাং এটা জানুয়ারিতে হবে।
বুধবার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ জমা দেওয়া বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বছর অর্থনীতির অবস্থা খুব ভালোভাবে যাচ্ছে। যদিও অর্থবছরের প্রথম ছয়মাস পার হয়েছে, আরও ছয়মাস বাকি আছে। অর্থবছর শেষে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ।
তিনি আরও বলেন, সাধারণ বীমা করপোরেশন তাদের লভ্যাংশের ৩০ কোটি টাকার চেক হস্তান্তর করেছে। গত বছর এর পরিমান ছিলো ২৫ কোটি টাকা। আগামী বছর সাধারণ বীমা করপোরেশনের কাছ থেকে এর চেয়ে বেশি লভ্যাংশ পাবো বলে আশা করছি।
সাধারণ বীমা করপোরেশনের জিএম জ্যোৎস্না বিকাশ চাকমা, ডিজিএম জাকির হোসেন, ডিজিএম পারভীন সুলতানা ও ডিএম বিপ্লব কুমার দাস চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।