ঝিনাইদহ প্রতিনিধিঃ “আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মুল ভিত্তি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় যুব র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষনের সনদ ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে র্যালীটি বের হয়।র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সেনিমান কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান। আলোচনা সভা শেষে প্রশিক্ষন সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
জাতীয় যুবদিবস উপলক্ষে শৈলকুপায় র্যালী ও আলোচনা সভা
November 1, 2016