জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চাই: এরশাদ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে তিনি আবার ক্ষমতায় দেখতে চান; আর এটাই তার জীবনের শেষ চাওয়া।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, ‘আমার শেষ জীবনের চাওয়া— জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চাই। জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। কতদিন আর বাঁচবো। আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে।’

এ প্রসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দুয়ার উন্মোচিত হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য শক্তি প্রয়োজন, নির্ভর করছে তোমাদের ওপর। দলকে শক্তিশালী কর।’

সরকার কাঠামোর সমালোচনা করে এরশাদ বলেন, ‘এই সরকার দিয়ে আমরা উপকৃত হইনি। ক্ষমতায় গেলে আমরা প্রাদেশিক সরকার করবো।’

এছাড়া উপজেলা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে সেখানে ফের গুচ্ছগ্রাম ফিরিয়ে আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন জাপা চেয়ারম্যান।