জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় দেশ সেরা কক্সবাজার

কক্সবাজার সংবাদদাতা:
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় ৩ টি স্বর্ণ সহ ১০ টি পদক পেয়ে সারা দেশে ১ম স্থান অর্জন করেছে কক্সবাজার। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনূপ বড়–য়া অপু জানান ১১ থেকে ১৩ ডিসেম্বর ঢাকায় অনুস্টিত ১৪ তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ১৩ জনের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এতে প্রথম বারের মত কক্সবাজার তায়কোয়ানডো দল অভাবনিয় সফলতা দেখিয়েছে। এতে ৩ টি স্বর্ণ ৪ টি রৌপ্য এবং ৩ টি সিলভার পদক পেয়ে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে। এতে পুমসে ইভেন্টে লিযাকত আলী, নাহিদুল হুদা অভি, ফাইটে ৩৫ কেজি ওজনে আসমাউল হুসনা হ্যাপী একটি করে স্বর্ণ জিতে। এছাড়াও পুমসে দৈততে উম্মে সালমা, শাওরিন রহমান সিগ্ধা একটি করে রৌপ্য এবং ফাইটে ও পুমসে ইভেন্টে আকতারুজ্জামান লিমন ২ টি  রৌপ্য পদক জিতে নেয়। একই সাথে পুমসে একক ফাইটে মোঃ ওমর ফারুক রিপন, ফাইটে নওরীন হুদা  অমি, সিনিয়র  মহিলা ফাইটে নুসরাত জাহান একটি করে সিলভার পদক পায়।
এতে বিশেষ কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও তায়কোয়ারডো পরিষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন আমরা তৃনমূল পর্যায় থেকে বাছাই করে সম্ভবনাময় তায়কোয়ানডো খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষনের ব্যবস্থা করি। তারাও খুবই আন্তরিকতায় সাথে নিয়মিত এসে প্রশিক্ষন নিয়েছে। তারই ফলশ্রুতিতে আজকের এ সফলতা। আমরা টিমের সাথে ঢাকা পর্যন্ত গিয়ে তাদের উৎসাহিত করেছি। এতে কোচের দায়িত্বে ছিলেন মোঃ আবদুল্লাহ এবং টিম ম্যানেজার রৌশন আক্তার। ডিএসএ সদস্য ও ফুটবল সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু,  বলেণ পুরু টিমের  মধ্যে একটি কিছু করে দেখানো একটি তাড়না ছিল। তারা কক্সবাজারের সম্মানের জন্য খুবই ভাল করে খেলেছে তাই আজকের এ গৌরব ময় অর্জন। তাদের ধরে রাখা গেলে আরো বড় অর্জন আসবে বলে মনে করি। এদিকে তায়কোয়ানডো প্রতিযোগিতায় দেশ সেরা হওয়া কক্সবাজার দল কে অভিনন্দন জানিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।