জাতীয় আইন সহায়তা প্রদান কমিটির উদ্যেগে আলোচনা সভা

বাগেরহাট থেকে মোয়জ্জেম হোসেন মজনু
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যেগে আজ নতুন কোর্ট চত্বর থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে খুলনা বাগেরহাট মহা সড়ক প্রদক্ষিন শেষে জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে বাগেরহাটের বিজ্ঞ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: আল মামুন এর সভাপতিত্বে ও ল্যান্ডসার্ভে ট্রাইবুনাল জজ মোঃ আবু ইব্রাহিম এর পরিচালনায় দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য

রাখেন,বাগেরহাট জেলা জেলা আওয়ামীলীগের সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এম,পি,বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জাকারিয়া হোসেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জিয়া হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো: মো: মাহফুজ আফজাল,অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহিনুল ইসলাম,যুগ্ন জেলা

ও দায়রা জজ মো: ইয়ারব হোসেন,মো: ইউছুফ হোসেন,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সবুর মিনা, সিনিয়র সহকারী জজ আবু হাসান খায়রুল্লাহ,মেফতাহুল জান্নাত,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম গাজী,গৌতম মল্লিক,মিসেস পলি আফরোজ,মো: সাফিক আকরাম,সহকারী জজ সাদিয়া আফরিন,শান্তনু কুমার মন্ডল,সুমাইয়া কাওছার,জেলা আইনজীবী

সমিতির সভাপতি ড.একে আজাদ ফিরোজ টিপু, সাধারন সম্পাদক অজিয়র রহমান পিকলু,পিপি এ্যাড: শেখ মোহাম্মাদ আলী,অতিরিক্ত পিপি এ্যাড: কাজী মনোয়ার হোসেন,জিপি এ্যাড: মোজাফ্ফর হোসেন,স্পেশাল পিপি এ্যাড: খান সিদ্দিকুর রহমান সহ অন্যান্য বিচারক ও আইনজীবীবৃন্দ । সভায় জেলা জজ শীপের সকল বিচারকবৃন্দ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদ্বয় ,কর্মকর্তা কর্মচারী ,সাংবাদিক ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।