জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম না:গঞ্জ জেলার কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা (২০১৭-২০২০ তিন বছর) মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরকে সভাপতি এবং খোরশেদ আলম মোল্লাকে সাধারন সম্পাদক মনোনিত করে ২৮৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন। কমিটির সিনিয়র সহ সভাপতি হয়েছেন, এ্যাডভোকেট জাকির হোসেন, এ্যাডভোকেট নবী হোসেন, এ্যাডভোকেট রফিক আহম্মেদ, এ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, যুগ্ন সম্পাদক হয়েছেন, এ্যাডভোকেট আবুল কালাম জাকির, এ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রদান, এ্যাডভোকট আজিজুর রহমান মোল্লা, মো: গিয়াস উদ্দিন মোল্লা, প্রমুখ। এই কমিটির অনুমোদন দোয়ার জন্য সুপারিশ করেছেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামান, ও মহানগর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম। পরে সর্বসম্মতি ক্রমে এ কমিটি’র অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন, নব নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক খোরশেদ আলম মোল্লা। এছাড়া জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।