আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস।জাতিসংঘের কূটনীতিকদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য গুতেরেসকে পছন্দ করেছে। তার বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মতৈক্যে পৌঁছেছে।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশ বুধবার মহাসচিব পদে প্রার্থীদের বিষয়ে ষষ্ঠবারের মতো গোপন ভোটের আয়োজন করে। এ ভোটে গুতেরেস ১৩ সদস্যের সমর্থন পেয়েছেন। দুই সদস্যদেশ ‘মতামত নেই’ ভোট দিয়েছে।এর আগে পাঁচবারের গোপন ভোটে এগিয়ে ছিলেন গুতেরেস। ফলে নিরাপত্তা পরিষদের চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন তিনি।বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক ভোট হবে। ভোটে গুতেরেসের মনোনয়ন চূড়ান্ত হলে এরপর তা উত্থাপন করা হবে জাতিসংঘ সাধারণ পরিষদে। নিরাপত্তা পরিষদের মনোনীত প্রার্থীর নাম সাধারণ পরিষদে কণ্ঠভোটে পাস হয়ে যায়। এ ক্ষেত্রে সাধারণ পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতা নেই।বুধবার গোপন ভোট শেষে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ও নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ভিতালি চুরকিন বলেন, ‘গুতেরেস স্পষ্ট এগিয়ে আছেন।’নিরাপত্তা পরিষদে নতুন মহাসচিব প্রশ্নে ছয়বার গোপন ভোট হলেও প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য সাধারণ পরিষদের সদস্যদের প্রশ্নের মুখোমুখি হন এবারে প্রার্থিতা করা ১৩ জন- ছয়জন পুরুষ ও সাতজন নারী। এর মধ্যে গুতেরেসের বক্তব্য বেশির ভাগ সদস্যদেশকে মুগ্ধ করেছে। জাতিসংঘকে কার্যকর করতে আরো কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। বিষয়টি বেশির ভাগ সদস্যদেশের নজর কেড়েছে।এবারই প্রথম প্রার্থীদের নাম প্রকাশ্যে আনা হলো এবং তাদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পেল সাধারণ সদস্যদেশগুলো। এর আগে মহাসচিব নির্বাচিত হতেন শুধু নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর ভোটে, যেখানে স্থায়ী পাঁচ সদস্যের ভোট আবশ্যক। মহাসচিব নির্বাচনের নতুন প্রক্রিয়া কিছুটা দীর্ঘ ও প্রকাশ্য হলেও স্থায়ী পাঁচ সদস্যের ভেটো ক্ষমতা বহাল রয়েছে। ফলে তাদের পছন্দের বাইরে গিয়ে অধিকাংশের ভোটে মহাসচিব নির্বাচন করার পথ এখনো রুদ্ধ।রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যে টানাপোড়েন চলছে, তাতে মনে করা হচ্ছিল এবার জাতিসংঘ মহাসচিব নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু দুই দেশই গুতেরেসের বিষয়ে একমত হয়েছেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বুধবার বলেন, আশ্চর্য হলেও গুতেরেসের বিষয়ে দ্রুত মতৈক্য হয়েছে।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন গুতেরেস

October 6, 2016