জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোয় কলেজ অধ্যক্ষ আটক

পাবনা প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত পোস্টার পোড়ানোর অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদকে (৪৫) আটক করেছে পুলিশ।শনিবার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হামিদ উপজেলার গৌরিপুর গ্রামের দেরাজ উদ্দিনের ছেলে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, গত বৃহস্পতিবার রাতে কলেজের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত পোস্টার পুড়িয়ে ফেলেন মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ। বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে ওই রাতেই কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে এবং কলেজে তালা লাগিয়ে দেয়।তিনি আরও বলেন, পরে শুক্রবার সকালে কলেজটির গভর্নিং বডির সভাপতি আব্দুল কাদের বাদী হয়ে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। এর প্রেক্ষিতে শনিবার সকালে তাকে আটক করে পুলিশ।