জর্দানে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:
দানের কারাক শহরে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০জন নিহত হয়েছে। এরমধ্যে একজন কানাডিয়ান পর্যটক ও চার পুলিশ সদস্য রয়েছে। এতে আরও ৯জন আহত হওয়ার খবর জানা গেছে। খবর : বিবিসির।
অজ্ঞাত বন্দুকধারীরা একটি পুলিশ স্টেশনের সামনে টহলরত পুলিশের দুটি দলের উপর গুলিবর্ষণ করে প্রাচীন একটি দুর্গে আশ্রয় নেয়। এরপর সেখানে অনেক পর্যটককে তারা আটকে রাখে। পরে পর্যটকদের মুক্ত করা হয়। পুলিশ দুর্গটিতে অভিযান চালাচ্ছে।
তবে কোনো পক্ষ এ হামলার কথা স্বীকার করেনি।
জর্দানের কর্মকর্তারা বলছেন,  পুলিশ ও বন্দুধারীদের মধ্যে গোলাগুলি হয়েছে। পরে বন্দুধারীরা একটি গাড়িতে করে শহর থেকে প্রস্তান করেছে।
দেশটির জননিরাপত্তা পরিদপ্তর এক বিবৃতিতে বলেছে- পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুর্গটি ও এর আশপাশ এলাকা ঘিরে রেখেছে। বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করেছে।