একাত্তর লাইভ ডেস্ক
না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় নিভৃতেই মৃত্যুবরণ করেন ৫৩ বছর বয়সী এই শিল্পী। রোববার রাত ১১টার এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
আশির দশকের ঝড় তোলা পপ তারকার আকস্মিক মৃত্যুতে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে৷ ময়নাতদন্তের পর সবকিছু পরিস্কার হবে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জর্জ মাইকেলের মৃত্যুতে তেমন কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
১৯৮২ সালে সংগীতশিল্পী জর্জ মাইকেল ও অ্যান্ড্রু রিজলি গড়ে তুলেছিলেন ‘হোয়াম!’ শুরুর মাত্র চার বছরের মাথায় ভেঙে গিয়েছিল হোয়াম। কিন্তু অল্প এ সময়ের মধ্যেই ‘ফ্যান্টাস্টিক’, ‘মেক ইট বিগ’সহ চমৎকার ও জনপ্রিয় কয়েকটি অ্যালবাম আর বেশ কিছু গান উপহার দিয়ে গানের দলটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশ্বব্যাপী হোয়ামের ২৫ মিলিয়নেরও বেশি গান বিক্রি হয়েছে।
১৯৮৬ সালে হোয়াম ভেঙে যাওয়ার পর তিনি একক ক্যারিয়ার গড়ে তোলেন। সারাবিশ্বে তাঁর অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।
১৯৯৮ সালে পাবলিক রেস্টরুমে বাজে অবস্থায় ধরা পড়েন তিনি। এরপর ২০০৬ সালে জেলখানায় দাখিল হবার পর জনপ্রিয়তা একদমই ভাঁটায় নেমে আসে এই গায়কের।