একাত্তরলাইভডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার দল (আওয়ামী লীগ) আগামী সংসদ নির্বাচনে জরীপের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেবে।
রবিবার (৭ মে) রাতে আওয়ামী লীগ সংসদীয় দলের এক সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। সংবাদ বাসসের।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্থানীয় নেতাদের জনপ্রিয়তা জানতে প্রতি ছয় মাস পর পর সংসদীয় আসনগুলোতে জরীপ চালানো হবে। জরীপে যারা ভালো বিবেচিত হবেন, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে।’
জাতীয় সংসদ ভবনের ট্রেজারি বেঞ্চ কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ প্রধান আরো বলেছেন, ‘জরীপ রিপোর্টে যাদের নাম আসবে, তারাই মনোনয়ন পাবেন। এটি ভুল কি শুদ্ধ– তা কোনো বিষয় নয়।’
আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আওয়ামী লীগ সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন। তৃণমূল নেতাদের সঙ্গে তাদের দূরত্ব কমিয়ে আনতে এবং সামাজিক মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরারও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
১৬ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১১জন রবিবার আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় যোগ দেন। সভার শুরুতে শেখ হাসিনা আওয়ামী লীগ সংসদ সদস্যদের সামনে তাদের পরিচয় করিয়ে দেন।