কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ঐক্যজোটের নেতারা জোট গঠন করেই বিদেশে যান, এর মধ্যদিয়ে প্রমাণ হয় তাদের এই দেশের জনগণের উপর আস্থা নেই। এদের আস্থা হচ্ছে বিদেশীদের উপর। এ জন্য তারা বিদেশীদের কাছে ধর্না দিয়েছেন।
শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়ায় পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘তারা অপেক্ষা করুক, বিদেশীরা যদি ক্ষমতায় বসিয়ে দেয় তারা যেন তখন ক্ষমতায় আসে। এদেশের জনগণ আর কখনও তাদের ক্ষমতায় বসাবে না। অতএব ক্ষমতার স্বপ্ন তাদের দেখার দরকার নেই। জনগণ ঐক্যজোটের ওই সমস্ত সন্ত্রাসীদের আর ক্ষমতায় আনবে না। এদের মন্ত্রী-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।