জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে

ময়মসসিংহ প্রতিনিধি:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশের মাটি থেকে জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বাংলার মাটিতে জঙ্গিদের আস্তানা হতে পারে না।
শুক্রবার দুপুরে ময়মসসিংহ পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন মিডিয়া সেন্টার ও সিসি সিসি ক্যামেরা কন্ট্রোলরুম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের সফলতা বিশ্বে রোল মডেল। ময়মনসিংহে দক্ষ পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ শহরে ছোট রাস্তাঘাটের কারণে যানজট সৃষ্টি হয়। এজন্য শহরের রাস্তাগুলি বড় করতে হবে।
ময়মনসিংহের নিজের কর্মজীবনের স্মৃতিচারণ করে আইজিপি বলেন, ১৯৯৩- ৯৪ সালে আমি ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ সুপার ছিলাম। সেসময় লোজজন কম থাকায় ময়মনসিংহ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। এখন বিভাগীয় শহরে আবর্জনার স্তুপ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।