জঙ্গির মূলহোতা জিয়া নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

একাত্তরলাইভডেস্ক:আনসার-আল-ইসলামের (আনসারুল্লাহ বাংলাটিম-এবিটি) নেতা এবং জঙ্গি হামলার মাস্টারমাইন্ড (মুলহোতা) মেজর (বরখাস্ত) সৈয়দ মো. জিয়াউল হক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।পুরান ঢাকার স্বামীবাগ লোকনাথ আশ্রম ও মন্দির পরিদর্শনের পর শনিবার (৮ অক্টোবর) দুপুরে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দয়াগঞ্জে শিব মন্দির পূজা প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করে।আসাদুজ্জামান খাঁন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাজীপুর ও টাঙ্গাইলে অভিযান চালানো হয়েছে। জিয়াও যে কোন সময় গ্রেফতার হবে।তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা আমাদের শত বছরের ঐতিহ্য। এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশে জঙ্গিবাদের কোন জায়গা নেই। জঙ্গিবাদকে কোন ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি কোথাও কোন ধরণের দুর্ঘটনা ঘটবে না। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।