জঙ্গল ছেড়ে রাস্তায় সিংহের দল!

আন্তর্জাতিক ডেস্ক :   সিংহকে কখনও রাস্তায় চলাফেরা করতে দেখেছেন? তা-ও আবার একটা-দুটো নয়, একসঙ্গে ১২টা! এমনই অবিশ্বাস্য দৃশ্য ধরা পড়ল গুজরাতের পিপাভাও-রাজুলা জাতীয় সড়কে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাতের অন্ধকার চিড়ে জাতীয় সড়ক দিয়ে তখন  হুহু করে গাড়ি ছুটছে। হঠাত্ই সেই গতিতে বাদ সাধল এক দল সিংহ। কচিকাচাদের বিশাল পরিবার নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করতে দেখা যায় তাদের।  কিন্তু রাস্তার অন্য দিক দিয়ে গাড়ি চলাচল করায় কিছুতেই পার হতে পারছিল না সিংহের দলটি। প্রায় ১৫ মিনিট পর গাড়ি চলাচল থামলে নির্বিঘ্নে রাস্তা পেরোয় তারা। এত কাছ থেকে সিংহ দেখে সবাই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এক অত্যুত্সাহী বাইকআরোহী তো সিংহের দলের কাছেই চলে গিয়েছিলেন ছবি তুলতে!

জঙ্গল ছেড়ে এ ভাবে রাস্তায় সিংহের দল বেরিয়ে আসাতে মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন, যে ভাবে অরণ্য ধ্বংস করে লোকালয় বাড়ছে, তাতে পশুরা নিজেদের বাসস্থান হারাচ্ছে। চলে আসছে লোকালয়ে।