ছিনতাইকারীর কবলে বিশ্বসুন্দরী

অনলাইন ডেস্ক:  মিস সাউথ আফ্রিকা ডেমি-লেই নেল-পিটারস ২০১৭ সালের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। সম্প্রতি লন্ডনের হাইড পার্কে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার ব্যক্তিগত জিনিস লুট করেছে বলে জানিয়েছেন বিশ্বসুন্দরী।

ডেমি এই পুরো ঘটনায় কোনোরকম আহত হননি বলেও জানিয়েছেন সংবাদমাধ্যমে। তবে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাকে সেই ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। সেই ব্যক্তি তাকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেন।

মিস সাউথ আফ্রিকার ফেসবুক পেজ থেকে জানা গেছে, সেই রাতে ডেমি তার গাড়িতে ছিলেন। তখন তিনজন সশস্ত্র ছিনতাইকারীর কবলে পড়েছিলেন ডেমি।

পুলিশ এই ঘটনার বর্ণনায় বলেন, মিস সাউথ আফ্রিকার ব্যক্তিগত জিনিস লুট হয়েছে। তার গাড়ি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ডেমি প্রচণ্ড ভয় পেলেও সাহস হারাননি। তার সাহস সত্যিই প্রশংসিত।