ময়মনসিংহ প্রতিনিধি
পররাষ্ট্র সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দিপু মনি এমপি বলেছেন ছাত্রলীগকে সোনার মানুষ হয়ে সোনার বাংলা গড়তে হবে।তিনি বলেন বিশ্ব নেতৃত্বের সামনের কাতারে আজ শেখ হাছিনা।তিনি আরো বলেন শেখ হাছিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি এখন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে।
তিনি বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন।সম্মেলন উদ্ধোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসাইন, এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ,ময়মনসিংহ মহা নগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।
বিশ্ববিদ্যালয় গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।