একাত্তরলাইভডেস্ক: সুনামগঞ্জ জেলার ছাতকে আল আমিন (২২) নামে এক কলেজছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছে।সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আল আমিন স্থানীয় জাউয়াবাজার ডিগ্রি কলেজের ছাত্র। তার বাড়ি দোয়ারাবাজারের পলইরচক পান্ডারগাঁওয়ে।ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) আশেক সুজা মামুন জানান, জাউয়াবাজার কলেজের শিক্ষার্থী আল আমিন ও আক্কাসের মধ্যে গত কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ দুপুরে আক্কাস তার কয়েকজন সঙ্গীসহ আল আমিনের ওপর হামলা চালায়। একপর্যায়ে আল আমিনের বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত আল আমিনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত আক্কাসকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকের চেষ্টা চলছে।
ছাতকে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

October 17, 2016