ছবিতে পরীর জন্মদিনের অনুষ্ঠান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০১৪ সালে শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ শিরোনামের সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্রে নাম লেখান। এর পরে নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’সহ প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হন।২০১৫ সালে পরীর ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমাটি মুক্তি পায়। একই বছরে ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’শিরোনামের মোট ছয়টি সিনেমা মুক্তি পায়। চলতি বছরে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘পুড়ে যায় মন’, ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘রক্ত’ সিনেমা। এছাড়া ডজন খানেক সিনেমার শুটিং করছেন তিনি।গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। রাজধানীর একটি রেস্তোরাঁয় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় তার জন্মদিনের অনুষ্ঠান। এ সময় নায়িকাকে শুভেচ্ছা জানান তার আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। পরীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নানা উপহার দেন তারা।চিত্রনায়িকা পরীমনির জন্মদিনের কিছু স্থিরচিত্র নিয়ে আমাদের আজকের এই ফটো ফিচার।পরীমনিকে কেক খাইয়ে দিচ্ছেন চিত্রনায়ক সুমিত, শিপন ও অভিনেতা নজরুল রাজহৃদয়ের কথা খ্যাত নির্মাতা এস এ হক অলিক ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পরীমনিকেনানু ভাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটছেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় সঙ্গে ছিলেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরসহ অন্যান্যরাফুল দিয়ে পরীমনিকে শুভেচ্ছা জানানোর পর তার সঙ্গে ক্যামেরাবন্দি অভিনেতা সজলচিত্রনায়িকা শিরিন শিলা, ফারজানা রিক্তাসহ বন্ধুদের সঙ্গে পরীমনির ফটো সেশননানা, মামী ও ভাইয়ের পরিবারের সঙ্গে পরীমনিবন্ধুদের সঙ্গে পরীমনিনবাগত চিত্রনায়িকা এমিয়া এমি, চিত্রনায়ক সুমিত, শিপন, রোশান ও অভিনেতা নজরুল রাজের সঙ্গে পরীকন্ঠশিল্পী শফিক তুহিন, খল অভিনেতা মিশা সওদাগর, নির্মাতা এস এ হক অলিক, সুরকার ইমন সাহা ও নির্মাতা রানার সঙ্গে পরীমনি