শাহআলম শফি
কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর পাড়ে অবস্থিত ছত্রখীল পুলিশ ক্যাম্প ইনচার্জ সাহিন কাদিরের নেতৃত্বে গত ৩ মাসে বিভিন্নস্থানে পাচাঁরের সময় ২ টি প্রাইভেটকারসহ ৩’শ ১৪ কেজি ভারতীয় গাজাঁ উদ্ধার করা হয়। একই সময় পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ১১৮ জন আসামীকেও আটক করেছে।
কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখীল এলাকায় পুলিশ ক্যাম্পটির অবস্থান। কাছাকাছি ভারত সীমান্ত হওয়ায় প্রতিদিনই এর আশপাশের বিভিন্ন এলাকা দিয়ে চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকার,মোটরসাইকেল,সিএনজি অটোরিক্সা,ইজিবাইক,সাইকেল,রিক্সা যোগে সীমান্ত পথে ভারত থেকে আনা অবৈধ গাজাঁ,ফেন্সিডিল বা শাড়ি পাচাঁর করছে। এই ক্যাম্পের ইনচার্জ শাহিন কাদির গত ৩ মাসে ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা ৩’শ ১৪ কেজি গাজাঁ ্উদ্ধার করে। এসময় ২ টি প্রাইভেটকারও জব্দ করা হয়। এদিকে একই ক্যাম্পের ইনচার্জ উল্লেখিত সময়ে অভিযান চালিয়ে ১১৮ জন ওয়ারেন্টভূক্ত বিভিন্ন মামলার পলাতক আসামীকেও আটক করে। এছাড়াও সম্প্রতি গোমতীর তীরে ফারুক নামের এক পত্রিকা বিক্রেতা নিহতের পর ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত মূল আসামীওে আটক করেছেন শাহিন কাদির।