চুরির অপবাদে পিটুনি, মরল কিশোর

একাত্তরলাইভডেস্ক: রাজধানীর ভাষানটেকে চুরির অপবাদে মো. শুভ (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ভাষানটেকে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভাষানটেক থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ওই ভবন থেকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগ তোলা হয় শুভর বিরুদ্ধে। এরপর রাতে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা হয়। বিষয়টি শুভ অস্বীকার করলে তাকে মারধর শুরু করে তারা। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯টার দিকে শুভর মৃত্যু হয়। নিহতের বাবা হারুন-অর-রশিদ বলেন, শুভ কেন টাকা, মোবাইল চুরি করতে যাবে। সে তো চোর না। তিনি ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।  কাফরুলের উত্তর ইব্রাহিমপুর এলাকায় শুভদের বাসা। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার পূর্ব কমল কুঠির পাড়া। ২ ভাই ১ বোনের মধ্যে শুভ দ্বিতীয়।