চুম্বক দিয়ে ইয়াবা পাচার!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বিলাসবহুল ডাবল ডেকার কোচে অভিযান চালিয়ে ৮৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ফোরকান (২৮) ও লায়লা বেগম (৪০)।

গ্রেফতারকৃত ফোরকান (২৮) চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাসিন্দা। ফোরকান মাদক পাচারে সহায়তা করার জন্য তার সঙ্গে লায়লা বেগমকে (৪০) সহযাত্রী হিসেবে নিয়ে আসে

র‌্যাব-১১ এর এএসপি নাজমুল হাসান জানান, ফোরকান দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় চুম্বকের সহায়তায় বাসের সিটের তলায় ইয়াবা সংযুক্ত করে কক্সবাজার থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।