‘চীন-বাংলাদেশ সম্পর্ক আরো গভীর হবে’

একাত্তরলাইভডেস্ক: চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।একই সঙ্গে এই সফরে চীন ও বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার দুপুরে গণমাধ্যমে দেওয়া অভিনন্দন বার্তা এ কথা বলেন তিনি।খালেদা জিয়া বলেন, ‘বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়।’তিনি বলেন, ‘শি জিনপিংয়ের এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরো গভীর করবে। আমরা চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের এই সফরকে আবারও স্বাগত জানাচ্ছি।’দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন চীনের রষ্ট্রিপতি শি জিনপিং। বেলা ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে পৌঁছানোর পর ২১ বার তোপধ্বনির পর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শি জিনপিংকে গার্ড অব অনার দেয়।