ক্রীড়া ডেস্ক : ইনজুরির কারণে এবারের মৌসুমটা মোটেও ভালো কাটছে না অ্যালেক্সিস সানচেজের। গোড়ালীর চোটের কারণে ইংলিশ লিগের ক্লাব আর্সেনালের হয়েও নিয়মিত খেলতে পারছেন না তিনি। গোড়ালির চোট পুরোপুরি সেরে না ওঠায় কলম্বিয়ার বিপক্ষে চিলির বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে থাকতে পারছেন না সানচেজ। মঙ্গলবার জাতীয় দলের সঙ্গে অনুশীলনে অসুস্থবোধ করেন সানচেজ। তাই ডাক্তারি চিকিৎসার জন্য তাকে তুলে নেওয়া হয়। তবে চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী মঙ্গলবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলার জন্য ফিট থাকতে পারেন সানচেজ। সানচেজের ইনজুরি নিয়ে চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) জানায়, ‘চিলি জাতীয় দলের মেডিকেল দল জানিয়েছে লো গ্রেড মাসলের ইনজুরিতে ভুগছেন সানচেজ। চিকিৎসার পর সান্তিয়াগোতে চিলি এবং উরুগুয়ের মধ্যকার ম্যাচে থাকতে পারবেন তিনি।’চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে সানচেজের ক্লাব আর্সেনাল। লিভারপুলকে হারানোর পর থেকে লিগে অপরাজিত রয়েছে গানাররা। ইনজুরিতে থাকার কারণে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের পরবর্তী ম্যাচে সানচেজকে নিযে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চিলির অনুশীলনে নেই সানচেজ
November 9, 2016