মাহাবুবুর রহমান,কক্সবাজার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত সকলেই সহযোগীতা পাবেন। ক্ষতিগ্রস্তদের সহযোগীতার জন্য প্রস্তুত রয়েছে সরকার। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। তিনি বাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকলেও প্রতি মূহুর্তে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তাই আমরা প্রথামিক পর্যায়ে ত্রাণ তৎপরতা জোরদার করব।
কোন মানুষ যাতে কষ্ট না পায় সে ব্যবস্থা সরকার নেবে। তাই কারো হতাশ হওয়ার কারণ নেই। আমরা পর্যায়ক্রমে সব ব্যবস্থা গ্রহন করব। ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ শুরু হয়েছে। তা চুড়ান্ত হলেই আমাদের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। গতকাল বিকাল সাড়ে ৫টায় তিনি কক্সবাজার বিমান বন্দরে এক প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা বলেন। তিনি গতকাল ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতাদের ১২ সদস্যের একটি বহর নিয়ে কক্সবাজারে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এমপি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নওফেল চৌধুরী,আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অসীম কুমার উকিল, পার্বত্য চট্টগ্রাম বিষযক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, কেন্দ্রিয় নেতা আকতারুজ্জামান, সুজীত রায় এমপি, দিপংকর তালুকদার ও আনোয়ার হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, আবদুর রহমান বদি এমপি, সাইমুমু সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপিসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
বিকাল ৫টায় তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দূর্যোগ মোকাবেলায় আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। এ দেশের মানুষের প্রতি আওয়ামী লীগের দরদ রয়েছে অন্যদের নয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগীতা করতে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে আমরা এখনো এসেছি। আমরা আগামিকাল থেকে পৃথকভাবে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন নেতৃবৃন্দ।