চিকিৎসার অভাবে হত দরিদ্র পিতার মৃত্যুর পর এবার পুত্র

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেরার ২নং বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের দিনমজুর ইয়াছিন মেলকার ক্যান্সারে আক্রান্ত হয়ে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যান। তার মৃত্যুর ১৫ দিন পর একই ভাবে ক্যান্সারে আক্রান্ত হয় তার বড় পুত্র শাকিল মেলকার (২২)। দিন মজুর হতদরিদ্র ক্যান্সারে আক্রান্ত পুত্র শাকিলকে বাঁচাতে সবার কাছে সাহায্য চেয়েছেন তার মা ফিরোজা বেগম।
ওই গ্রামের দিনমজুর ইয়াছিন মেলকার ক্যান্সারে আক্রান্ত হয়ে তার উপার্জিত সকল অর্থ দিয়ে চিকিৎসা খরচ বহন করেন। শেষে বাপ-দাদার আমলের শেষ সম্বল জমি বিক্রি করে চিকিৎসার খরচ চালায়। অর্থাভাবে বিনা চিকিৎসায় সে গত ১৫ জানুয়ারি মারা যায়। তিনি মারা যায়ার ১৫ দিন পর (গত ১ ফ্রেরুয়ারি) ৬ সদস্য পরিবারের একমাত্র উপার্যনকারী শাকিল মেলকারের শরীরেক্যান্সার ধরা পরে।

গত ৪ মাস পরিবারবর্গ ধারদেনা করে দারিদ্র মা ও বোনেরা চিকিৎসা খরচ বহন করেছে। মা, ভাই ও বোনদের চোখের সামনেই ধুঁকে-ধুঁকে মরছে সাভার এনাম মেডিকেলে শাকিল মেলকার। বর্তমানে ঘরভিটে ছাড়া তাদের আর কিছুই নেই। শাকিলের চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন তার মা ফিরোজা বেগম। সাহায্য পাঠাতে পারেন, বিকাশ নম্বর ০১৭২৮৭০৩১৫৪ (ব্যক্তিগত)।