চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু ভাঙচুর, সড়ক অবরোধ

ন্যাশনাল ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে চিকিৎসকের অবহেলায় বুলবুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত বুলবুল মিয়া (২৮) বাসাইল উপজেলার মো. আনোয়ারের ছেলে। সোমবার বিকেলে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মৃত্যুর ঘটনা ঘটে। চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর ছড়িয়ে পড়লে লোকজন ইনডোরে ভাঙচুর করে নার্সদের বের করে দেয়। পরে দোষীদের শাস্তির দাবিতে বিকেল ৫টায় বাসাইল-সখীপুর সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাসাইল পৌর এলাকার চালাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রাজমিস্ত্রী বুলবুল হোসেনের পেট ব্যথা এবং বমি নিয়ে সোমবার সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর বুলবুলের অবস্থার আরো বেশি অবনতি হওয়ায় স্বজনরা নার্স এবং চিকিৎসকের স্মরণাপন্ন হলেও কর্তৃপক্ষ তাদের কথায় কোন কর্ণপাত করেনি।

পরে বিকেল ৩টার দিকে বুলবুলের শরীর নিস্তেজ হয়ে পড়লে তার স্বজনরা কান্নাকাটি শুরু করে। ওই সময় কর্তব্যরত নার্স ও চিকিৎসক শরিফুল ইসলাম তাকে ইসিজি করেন এবং তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

চিকিৎসকদের অবহেলায় বুলবুলের মৃত্যুর হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন হাসপাতালের ইনডোরে ভাঙচুর করে নার্সদের বের করে দেয়। পরে দোষীদের শাস্তির দাবিতে বিকেল ৫টায় বাসাইল-সখীপুর সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

নিহতের মা রুবিয়া বেগম বলেন, ‘সকালে বমি ও পেট ব্যথার জন্য আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন ডাক্তার আসেনি। ডাক্তার আসলে আমার ছেলে মরতো না। তিনি বিলাপ করতে করতে বলেন, আমার বুলবুলকে হাসপাতালের ডাক্তাররা মেরে ফেলেছে।’

এ ব্যাপারে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেফালী খাতুন বলেন, ডাক্তার বা নার্সের অবহেলার কারণে যদি রোগীর মৃত্যু হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

বাসাইল থানার ওসি নুরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।