ময়মনসিংহ প্রতিনিধি: চালক না থাকায় জেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সার্ভিস দুই বছর ধরে বন্ধ। ফলে অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছে না গৌরীপুরের জনসাধারণ। ফলে গ্যারেজে পড়ে থাকা অ্যাম্বুলেন্সটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মাসুদ মিয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর মাসুদ মিয়া গৌরীপুরে আর চাকরি করেননি। পরবর্তীতে এ সেবা চালু রাখার জন্য টাঙ্গাইল জেলার একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালককে ডেপুটেশনের মাধ্যমে এখানে পাঠানো হয়। কিন্তু কয়েক মাস চাকরি করে তিনিও আগের কর্মস্থলে চলে যান। এরপর ২০১৪ সালের ৩০ জুন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে এবং অ্যাম্বুেলেন্সটি স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
এ ব্যাপারে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. এনামুল কবীর বলেন, অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।