চার্জে রেখে মোবাইল ব্যবহার, বিস্ফোরণে দম্পতি দগ্ধ

একাত্তরলাইভডেস্ক: ঢাকার আশুলিয়ায় মোবাইল চার্জার বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন।শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১২টার দিকে প্রতিবেশীরা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।দগ্ধরা হলেন- মো. জাফর (৪৫) ও তার স্ত্রী দুলালী বেগম (৩৫)। তারা আশুলিয়ার পলাশবাড়িতে চৈতি ভিলায় বাস করেন। জাফর আশুলিয়ার একটি পোশাক কারখানার নিরাপত্তা প্রহরী এবং দুলালী ওই কারাখানার শ্রমিক।প্রতিবেশীরা জানান, ভোর ৫টার দিকে জাফরের অফিস থেকে ফোন আসে। ফোন তখন চার্জে ছিল। চার্জে থাকা অবস্থা তিনি কথা বলছিলেন। তাকে তখনই অফিসে যেতে বলা হয়। কথা বলার সময় হঠাৎ চার্জার বিস্ফোরিত হয়।ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, জাফরের শরীরের ৭২ শতাংশ এবং দুলালীর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।