চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবারকপুর ইউনিয়নের শিবনগরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী আবু ছাড়া অন্য তিন জঙ্গির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেশ আলী মিয়া।
তিনি জানান, মরদেহ তিনটি ঝলসে গেছে, যার ফলে চিনতে পারা যাচ্ছে না। একটি ঘরে এ তিনজনের মরদেহ ছিল। আর অন্য একটি ঘরে ছিল আবুর মরদেহ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, জঙ্গি আস্তানা থেকে একটি পিস্তল ও একটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, অভিযান শেষ হওয়ায় নিজেদের বাড়ি ফিরেছেন আস্তানার আশে পাশের পরিবারগুলো। নিরাপত্তার দিকটি চিন্তা করে ওই পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছিল পুলিশ।