চরম ব্যাটিং বিপর্যয়ে খুলনা

ক্রীড়া ডেস্ক : বিপিএলের তৃতীয় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। টস জিতেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম। টস জিতে অবশ্য তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করছে খুলনা।এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪.২ ওভার শেষে খুলনার সংগ্রহ ৫ উইকেটে ১৬ রান। আউট হয়ে ফিরে গেছেন আব্দুল মাজিদ, নিকোলাস পুরান ও রিকি ওয়েসেলস।খুলনা দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে খেলতে পারছেন না মোশাররফ হোসেন রুবেল। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে নুর আলম সাদ্দামকে।

খুলনা টাইটান্সের একাদশ :
১. আব্দুল মাজিদ
২. নিকোলাস পুরান
৩. রিকি ওয়েসেলস
৪. মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক)
৫. শুভাগত হোম
৬. অলক কাপালি
৭. আরিফুল হক
৮. শফিউল ইসলাম
৯. জুনায়েদ খান
১০. মোহাম্মদ আসগর
১১. নুর আলম সাদ্দাম।

রংপুর রাইডার্সের একাদশ :
১. মোহাম্মদ শাহজাদ
২. সৌম্য সরকার
৩. মোহাম্মদ মিথুন
৪. মুক্তার আলী
৫. রুবেল হোসেন
৬. আরাফাত সানী
৭. শহিদ আফ্রিদি
৮. রিচার্ড গ্লিসন
৯. নাঈম ইসলাম (অধিনায়ক)
১০. সোহাগ গাজী
১১. লিয়াম দাওসান।