চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে চন্দনাইশের কসাইপাড় পাঠানপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- আব্দুল মতলব (৫০), ফরিদ উদ্দিন (৪৫), চয়ন (৫) ও হাজেরা বেগম (৬৫)।
চন্দনাইশ থানার এসআই দেলোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি পিকআপ ও ছোট কাভার্ড ভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।