চট্টগ্রামে কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে শিশুর শ্লীলতাহানি ,একজনের ৮ মাস কারাদণ্ড

চট্টগ্রাম অফিস : জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে এক কন্যা শিশু। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম শিশু একাডেমিতে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায়অভিযুক্ত হুমায়ুন কবিরকে ৮ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকায় অবস্থিতশিশু একাডেমিতে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০১৬’উদযাপন অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটেছে।শুক্রবার রাতে জেলা প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়,উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) এবং নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি উপস্থিত থাকাকালীন অডিটোরিয়ামের বারান্দায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি চতুর্থ শ্রেণির ছাত্রী ১১ বছর বয়সী এক কন্যা শিশুর শ্লীলতাহানী করে। ওই ব্যক্তির নাম হুমায়ুন কবির, বাসা : দামপাড়া, ওয়াসা।অনুষ্ঠানের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে আসামীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানির ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা অনুযায়ী তাকে ৮ (আট) মাসের কারাদণ্ডে দণ্ডিত করে জেলহাজতে প্রেরণ করেন।উক্ত মামলায় সাক্ষ্য প্রদান করেনচট্টগ্রাম সিটি কর্পোরেশনকাউন্সিলর জেসমিন পারভীন জেসী (ওয়ার্ড নং ৭ ও ৮) এবংকাউন্সিলর আবিদা আজাদ (ওয়ার্ড নং ৯, ১০ ও ১৩)।