চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর মাদকের আখড়া হিসেবে পরিচিত সদরঘাট থানার কদমতলী বরিশাল কলোনিতে চার ঘণ্টা ‘ব্লক রেইড’ অভিযান চালিয়েছে শতাধিক পুলিশের একটি দল। এ সময় পুরো কলোনি ঘেরাও করে বিভিন্ন বস্তি থেকে দুই হাজার ৩০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কলোনিতে ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
চট্টগ্রামের বরিশাল কলোনিতে ২ হাজার বোতল ফেনসিডিল
May 3, 2017