রিপন মিয়া, টাঙ্গাইল ঘাটাইল প্রতিনিধিঃ
ঘাটাইল থানায় ২০১৬ অর্থ বৎসরের মোট ৩১১টি মামল/মোকাদ্দমা হয়। জানুয়ারী/ডিসেম্বর ১৩/১২/২০১৬ ইং তারিখ পর্যন্ত মামলাগুলো হয়। এদের মধ্যে রোড দুর্ঘটা-৪, অন্যান্য-১৫২, খুন-১৩, নারী ও শিশু নির্যাতন-৪৫, মাদক-৭৬, অস্ত্র-১, চুরি-১০, দস্যুতা-১, ডাকাতী-৩, বিশেষ ক্ষমতা-৪, মানব পাচার-২টি। ০১ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৭৮১টি অভিযোগ/সাধারণ ডায়েরী হয় এবং ২৩টি মামলা ঘাটাইল থানায় মূলতবী হয়েছে। যাহা তদন্তধীন এ মামলাগুলো তদন্তকারী আইও’র বা কর্মকর্তার নাম এস আই কবির হোসেন (ডাকাতী), কবির উদ্দিন (ডাকাতী), কামাল হোসেন (চুরি), কে এম সোহেল রানা (খুন), মোরাদুজ্জামান (বিশেষ ক্ষমতা), প্রদীব চন্দ্র সরকার (খুন), কবির উদ্দিন(ডাকাতী), আবুল কাশেম (খুন), কামাল হোসেন (নারী ও শিশু), এস আই শাহিন মিয়া (ধর্ষন), কামাল হোসেন (ডাকাতী), আবুল কাশেম (খুন), মোঃ কামাল হোসন (অস্ত্র), আঃ হান্নান (নারী ও শিশু), আবুল কাশেম (মাদকদ্রব্য), মোঃ দিদুরুল ইসলাম (ইন্সেপেক্টর তদন্ত) (নারী ও শিশু), আব্দুল হান্নান (দস্যুতা), প্রবীব চন্দ্র সরকার (অন্যান্য), এস আই কামাল হোসেন (অন্যান্য), শাহিন মিয়া (অন্যান্য), করিব উদ্দিন (অন্যান্য), পি এস আই মোরাদুজ্জামান (মাদক) এস আই সোহেল রানা (অন্যান্য) প্রমুখ। উক্ত তথ্যটি এস আই আফজাল ও থানা মুন্সি রফিকুলের মাধ্যমে জানা যায়। উক্ত মামলাগুলো সুষ্ঠু তদন্তেরর জন্য সার্বক্ষনিত নিয়োজিত আছে ঘাটাইল থানা পুলিশ। যাহাতে আইনের সু-শাসন ঘটে, সুষ্ঠু বিচার হয়।