ঘাটাইল প্রতিনিধিঃ
প্রতি বছর জানুয়ারী মাসকে শিক্ষাবর্ষের শুরু বলা হয়ে থাকে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র/ছাত্রীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজ নিজ পছন্দের প্রতিষ্ঠানের ভর্তি জন্য প্রতিযোগীতা দেয়া হয়। এর কোন ব্যক্তিক্রম ঘটেনি ঘাটাইল সদর শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল গন মডেল উচ্চ বিদ্যালয়। উক্ত বিদ্যালয় ১ হাজর ৬১ টি ভর্তি ফরম বিতরণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে থেকে ৪৫০ জন ভর্তি হতে পারবে বলে জানায় সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান। প্রতি আসনে গড়ে ২.৩৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করে। এই পরীক্ষার ফলাফল আগামী ০৪/০১/২০১৭ ইং তারিখে ১২.০০ ঘটিকায় প্রকাশিত হবে। ছাত্র/ছাত্রীদের সাথে কথা বলে জানাযায় প্রশ্নপত্র সহজ হয়েছে এবং পরীক্ষাও সুন্দর হয়েছে। অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়। প্রতি বছর এ রকম পরীক্ষা হলে মেধা তালিকা মোতাবেক ভর্তি হলে শিক্ষা ব্যবস্থাও সুন্দর হবে। এবং তাহারা আসা করেন প্রতি বছর যেন এ রকম পরীক্ষার মাধ্যমে ছাত্র/ছাত্রীদের ভর্তি করানো হয়।