ঘাটাইলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ২ জন আহত

ঘাটাইল মোঃ রিপন মিয়া :ঘাটাইল উপজেলা পিছনে, ‘‘আজিজ কুরাইশীর গোডাউনের” মের্সাস এস.এস এন্টারপ্রাইজের সাইন র্বোড লাগাতে গিয়ে ৩৩ কেভি ভোল্ডের তারের সাথে স্পষ্ট হয়ে দুই জন আহত হয়। তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে, র্কতব্য রত ডাক্তার তাদের কে ঢাকামেডিকেল হাসপাতালে প্রেরন করে বলে ঘটনা স্থল হতে জানা যায়।