ঘন কুয়াশা শিবচরের পদ্মায় স্পীডবোটের সংঘর্ষ, ২ যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ এক

ফকির মোঃ মনিরুজ্জামান মনির
ঘনকুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবির ঘটনায় নিখোজ ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এখনো এ ঘটনায় লিপি বেগম নামের এক নারী নিখোজ রয়েছে।  তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ঢাকার ডুবুরী দল কাজ শুরু  করেছে ।
কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘনকুয়াশার মাঝেই শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় উভয় বোটই পানি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে যাত্রীরা সাঁতরে এবং অন্য বোট দ্বারা উদ্ধার করা হয়। এদিকে লিপি বেগম (৩৫) নামের এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে ওই স্পীডবোট যাত্রী তার ভাই সফিকুল ইসলাম  দাবি করেন। নিখোজের নিয়ে স্পীডবোট কত্তৃপক্ষও বিষয়টি চেপে যায়। ফলে ধারনা করা হচ্ছিল একজনই নিখোজ ছিল । কিন্তু দূর্ঘটনার খবর বিভিন্ন গনমাধ্যমে  প্রচারের পর নিখোজরদের সন্ধানে শনিবার সকালে পদ্মা পাড়ে আরো ২ জনের পরিবার  আসে। এদিকে নিখোজদের লাশ উদ্ধারে শনিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের শিবচর, ভাঙ্গা টিমের   সাথে ঢাকার ডুবুরী দল অভিযান শুরু করে। দুপুর সাড়ে ৪ টার দিক ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করে ডুবুরী দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ সনাক্তের কাজ চলছে। নিখোজরা হলেন ফরিদপুরের ভাঙ্গার পুলিশ কনস্টেবল হায়দার হোসেনের স্ত্রী হোসনেআরা লিপি(৩২), বরিশালের বিমানবন্দর এলাকার মিলন মৃধার ছেলে মনোয়ার মৃধা(১৮) ও অপরজন শিবচরের তালতলা এলাকার রহিম মাদবরের ছেলে ইব্রাহিম মাদবর ।
ঘটনাস্থলে উপস্থিত শিবচর থানার এএসআই আলামগীর হোসেন বলেন , আমাদের ধারনা ছিল ১ জন নিখোজ রয়েছে। সেভাবেই তল্লাশি চলছিল। সকালে আরো একজনের পরিবার নিখোজের তথ্য জানায়। আরেকজন সাংবাদিকদের কাছে তার ভাই নিখোঁজের বিষয়টি জানায়। পওে তল্লাশি জোড়ালো করা হলে বিকেলে দুই যুবকের লাশ পাওয়া যায়। লাশ সনাক্তের কাজ চলছে। অপর নারীকে উদ্ধারে অভিযান চলছে।