অনলাইন ডেস্ক: এবার কার মাথায় উঠবে বিশ্ব সুন্দরীর মুকুট, আজই তা জানা যাবে। তবে আশার কথা হল-এখনো টিকে আছেন বাংলাদেশের প্রতিযোগী ঐশী।
শনিবার বিকাল ৫টায় চীনের সানাই শহরে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শুরু হয়েছে।
ঐশির জন্য শুভকামনা জানিয়েছেন গত বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন জেসিয়া ইসলাম।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেয়ায় ঐশীর জন্য গর্বিত তিনি।
জেসিয়া বলেন, ঐশী যেন প্রতিযোগিতার চূড়ান্ত সময় পর্যন্ত মঞ্চে থাকতে পারেন, এই কামনাই করি।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের অনুমোদিত আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এই প্রতিষ্ঠান দুই বছর ধরে বাংলাদেশে আয়োজন করছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। প্রথম আসরের বিজয়ী ছিলেন জেসিয়া ইসলাম, আর এবার ঐশী।
শনিবার সন্ধ্যায় চীনের সানাই শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ওই মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন ঐশী।
বাংলাদেশ সময় বিকাল পাঁচটা থেকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করছে জুম টিভি।