গৌরীপুরে বাল্য বিয়ের অভিযোগে ৩ জনের দন্ড

ময়মনসিংহ প্রতিনিধি
জেলার গৌরীপুরে বাল্য বিয়ের অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আব্দুরøাহ আল জাকির এ দন্ড প্রদান করেন।জানাযায়, ঘটনারদিন এ উপজেলার সহনাটি ইউনিয়নের ঘাটেরকোনা ও বাঙ্গুরহাটি গ্রামে পৃথক দুটি বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুরøাহ আল জাকির ও সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ করেন।এসময় বাল্য বিয়ের সাথে জড়িত থাকায় ঘাটেরকোনা গ্রামের কনের পিতা আলতাব হোসেন (৬০) ও বাঙ্গুরীগ্রামের ঘটক দুলাল মিয়া (৫০) কে ১ মাসের এবং ঘটক মোছাঃ আছিয়া (৪৫) কে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দেয়া হয়। অপরদিকে বৃ-নহাটা গ্রামের বর এনামুল হক (২৮) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।