গৌরীপুরের ডেলটা স্পিনার্সে শ্রমিকদের লাগাতার আন্দোলন

ময়মনসিংহ প্রতিনিধি: জেলার গৌরীপুরে কলতাপাড়ায় ডেলটা স্পিনার্সে বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোল অব্যাহত রেখেছে।শ্রমিকরা জানায় বেতন-ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি, মাসের ১-৫ তারিখের মধ্যে বেতন প্রদানসহ বিভিন্ন দাবিতে তাদের এ লাগাতার আন্দোলন।
শ্রমিকরা প্রতিদিনই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ-মিছিল করেছেন। শ্রমিকরা জানায় শনিবার তাদের শান্তিপূর্ন সমাবেশে পুলিশ শ্রমিকদের উপর লাঠি চার্জ করেছে ।তারা ঘটনায় দুষিদের বিচার চেয়েছেন। এ ব্যাপারে মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মাহমুদুল হাসান মুন্সী শ্রমিকদের উপর লাঠি চার্জ অস্বীকার করে জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধি ছাড়া অধিকাংশ দাবিই মেনে নেয়া হয়েছে।