গৌরনদীতে ২০ জন ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকারের বিরুদ্ধে মন্ত্রানালয়ে অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ২০ জন ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকার আল বদরদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রালয়ের অভিযোগ করেছেন। ওই ইউনিয়নের ধুরিয়ার গ্রামের মৃত আলী ওয়াজিম খানের পুত্র মুক্তিযোদ্ধা আঃ মালেক খান বাদি হয়ে এ লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, তাঁরাকুপি গ্রামের মৃত আবুল হাসেম বেপারীর পুত্র মোসলেম উদ্দিন বেপারী, মৃত মুনছুর আলী সরদারের পুত্র শাহজাহান সরদার, বেজগাতি গ্রামের সুজাউদ্দিন মিয়ার পুত্র আবুল হোসেন মিয়া, সুন্দরদী গ্রামের মৃত কাসেম দেওয়ানের পুত্র হাকিম দেওয়ান, নন্দনপট্রি গ্রামের সোনামুদ্দিন সরদারের পুত্র আঃ মান্নান সরদার, করিম সরদারের পুত্র এসএম মেজবা উদ্দিন, কামিজদ্দিন খলিফার পুত্র মাহাবুব খলিফা ও তার সহদোর চুন্নু খলিফা, কটকস্থল গ্রামের মজিদ সরদারের পুত্র কেরামত আলী, মমিন উদ্দিন মাঝির পুত্র শাহে আলম মিয়া, বেজগাতি গ্রামের কুসাই চকিদারের পুত্র সুজাই চকিদার, বড়দুলালী গ্রামের রিয়াজ উদ্দিন সিকদারের পুত্র সেকেন্দার সিকদার, ধানডোবা গ্রামের গফুর তালুকদারের পুত্র আঃ রব তালুকদার, জুলমত হাওলাদারের পুত্র আঃ রশিদ হাওলাদার, জয়নাল আবেদীনের পুত্র আঃ ওহাব সরদার, বাউরগাতি গ্রামের গফুর খন্দকারের পুত্র আমজেদ খন্দকার, বেকীনগর গ্রামের আইনুদ্দিন হাওলাদারের পুত্র খলিলুর রহমান, রামসিদ্ধি গ্রামের সফিজদ্দিন খানের পুত্র সেকেন্দার আলী খান, বাঙ্গিলা গ্রামের ওফাজুদ্দিন সরদারের পুত্র এসকান্দার সরদার, বার্থী গ্রামের আঃ রশিদ মিয়ার পুত্র হাবিবুর রহমান। তাদের নাম উল্লেখ করে শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার জন্য মুক্তিযোদ্ধা আঃ মালেক খান মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি আ.ক.ম মোজাম্মেল হক এমপির কাছে গত ৮ নভেম্বর লিখিত অভিযোগ করেন। মন্ত্রী ওই দিনই গৌরনদী উপজেলা নিবার্হী অফিসারকে বিষয়টি তদন্ত করে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কাছে পেশ করার জন্য নিদের্শ দেন।
গৌরনদী উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহবুব আলম এ প্রসঙ্গে বলেন, ‘আবেদন পত্রে মন্ত্রী মহদোয়ের নিদের্শনা পেয়ে গত ২০ নভেম্বর বিষয়টি উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নিদের্শ দিয়েছি’। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শ মোতাবেক ব্যবস্থা নেয়া হবে’।