আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকায় উশৃংখল স্ত্রী বাংলা দা দিয়ে কুপিয়ে স্¦ামী রডমিস্ত্রি সরোয়ার হাওলাদারকে (৩৪) রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দাম্পত্য কলহ নিয়ে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই গ্রামের রড়মিস্ত্রি সরোয়ার হাওলাদারের সাথে তাার স্ত্রী খাদিজা বেগমের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে তার স্ত্রী ২ সন্তানের জননী খাদিজা বেগম ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে সরোয়ারের মাথায় জখম করে।