গৌরনদীতে মাহেন্দ্র ও ট্রাক মুখোমুখী সংঘর্ষে নিহত-২ ॥ আহত-৬

এস এম শামীম, আগৈলঝাড়াঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল পৌনে এগারোটার দিকে যাত্রীবাহি মাহেন্দ্রর সাথে বিপরীতদিক থেকে আসা পন্যবাহী ট্রাকের মুখোমুখী সংষর্ষে দুইজন নিহত ও শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের মাহেন্দ্র চালক মোঃ সুজন (৩০) ও যাত্রী সুমন মন্ডল (৩২)। আহত জয়নাল আবেদনী, খোকন, জানে আলম ও স্বপনকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফরিদপুর থেকে বরিশালগামী পন্যবাহী ট্রাক (খুলনা মেট্রো-ট ১১-১০১২) ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা বাটাজোর থেকে গৌরনদীগামী যাত্রীবাহি মাহেন্দ্রর (বরিশাল-ঠ-১১-০৭৫) সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র যাত্রী সুজন ও যাত্রী সুমন মন্ডল নিহত ও অপর ছয় যাত্রী মানিক (৩৪), জানে আলম ফকির (৭০), জয়নাল ফকির (৪৫), সেন্টু মন্ডল (৩২) তার স্ত্রী সঞ্জিতা রানী (২৫) ও তাদের পুত্র পার্থকে (১০) গুরুতর আহত হয়। গৌরনদী হাইওয়ে থানা ওসি এমএম শাহদাৎ হোসেন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।