বরিশাল প্রতিনিধিঃ
“মাদক মুক্ত সমাজ মানে অপরাধ মুক্ত জাতি” শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের আয়োজনে ও গৌরনদী মডেল থানা পুলিশের সহযোগীতায় মাদকের শক্তঘাটি হিসেবে পরিচিত উপজেলার বার্থী বাজারে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা স্থানীয় বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান
অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মোঃ আফজাল হোসেন, বার্থী ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান
প্যাদা। বক্তব্য রাখেন ইউপি সদস্য খাইরুল আহসান খোকন, করিম লস্কর, দক্ষিণবঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ বেতারের শিল্পী মোঃ ফিরোজ মিয়া প্রমুখ।