গৌরনদীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

বরিশাল প্রতিনিধিঃ
গত ৫জুলাই ভুল চিকিৎসায় মাতৃসেবা ক্লিনিকে এক নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় হোসনাবাদ সাহেবের চর, লঞ্চঘাট, মাতৃসেবা ক্লিনিকে।
ঘটনা বিবরনে জানা যায় গত ৩জুলাই রোজ রবিবার রহিমা বেগম নামে এক প্রসূতী ভর্তি হয়। এবং গত ৫জুলাই দুপুর পৌনে ২টায় সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনটি করেন ভুয়া হাতুরে ডাক্তার হেদায়েত উল্লা তখন উপস্থিত ছিলেন ডাক্তার মাহামুদুল হাসান কিন্তু তিনি অপারেশন না করে তার চেম্বরে বসে ছিলেন। জন্মের পর নবজাতকের স্বাস কষ্ট হতে থাকে নজাতকের পিতা তাৎক্ষনিক বরিশাল নিয়ে যেচে চাইলে হসপিটালের মেডিকেল এসিসটেন্ট শাহানাজ বেগম, টাকার লোভে বলেন এখাই ভাল চিকিৎসার ব্যবস্থা আছে। জন্মে ৫ ঘন্টা পরে যখন নবজাতক মৃত্যু কোলে ঢোলে পড়ে তখন মাতৃসেবা ক্লিনিক কর্তৃপক্ষ তরিৎ গতিতে নবজাতকে বরিশাল নিয়ে যেতে বলেন, এই কথা গুলো আক্ষ্যেপ করে বলেন নবজাতকের পিতা কুতুপুর গ্রামের সিদ্দিক সিকদারের পুত্র ও নবজাতকের পিতা মোঃ জুয়েল সিকদার, তিনি আরও বলেন আমার স্ত্রীর যখন প্রসব ব্যথায় কাতর হয়ে পড়েন তখন কোন ডাক্তার না দেখে আমি বরিশাল নিয়ে যেতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ জোরপূর্বক তাদের মাতৃসেবা ক্লিনিকে রেখে চিকিৎসা করাতে বাধ্য করেন। নবজাতকের মৃত্যু’র বিষটি জানতে চাইলে মাতৃসেবা ক্লিনিকে’র পরিচালক সাইদুর রহমান জানান নজাতকের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ বিষয় মুঠো ফোনে হেদায়েত উল্লাকে জানতে চাইলে বলেন মা ঝুকিতে থাকার কারনে বাচ্চটি বাঁচাতে পারিনি। এব্যপারে গৌরনদী মডেল থানার ওসি ফিরোজ কবির বলেন ঘটনাটি আমি শুনেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।