আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
“উন্নয়নের মহাসড়কে-অভিবাসীরা সবার আগে” এই শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অলটারন্যাটিভ ইনিশিয়্যাটিভ ফর ডেভেলপমেন্ট (এইড) ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ আয়োজনে র্যালি ও তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাব চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ গৌরনদী বাসস্ট্যান্ডে শেষ হয়। দিন ব্যাপি তথ্য মেলার প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির। ওয়ারবি ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী সুলতানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের প্রভাষক রাজারাম সাহা, প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক এম আলম, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, এস,এম, জুলফিকার, আশার’র উপজেলা ম্যানেজার মোঃ শাহজান, প্রশিকা’র উপজেলা সমন্বয়কারী মোঃ শামীম আহম্মেদ এইড’র নির্বাহী পরিচাল প্রেমানন্দ ঘরামী, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা সহকারী সমন্বয়কারী সাফিয়া আকতার (বুবু), সরদার মনিরুজ্জমান।