গৌরনদীতে আকিজ সিমেন্টের গুনগতমান বিষয়ক সেমিনার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
আকিজ সিমেন্টের গৌরনদী পরিবেশক হাওলাদার ট্রেডার্সের উদ্যোগে মঙ্গলবার গৌরনদীতে আকিজ সিমেন্টের গুনগতমান ও সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদীর পরিবেশক হাওলাদার ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো: বক্তিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বরিশালের এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম সবুজ। সেমিনারে আলোচক ছিলেন আকিজ সিমেন্টের প্রডাক্ট সার্ভিস ইঞ্জিনিয়ার মো: জিলানি চৌধুরী, টি এস ও মো: রবিউল আলম(রবি),এসিস্টান ইঞ্জিনিয়ার মো: ফয়েজউদ্দিন, ঘাট ইনচার্জ মো: তহিদুল ইসলাম, ব্যবসায়ী মো: ইখতিয়ার হাওলাদার, মো: সুজন হাওলাদার প্রমূখ। সেমিনারে ঠিকাদার, ব্যবসায়ী,  রাজমিস্ত্রীরা  মতবিনিময় সভায় অংশ নেন।